Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শান্তির বারতা’য় জাতিসংঘ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২১ ০৮:৩৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৮

ঢাকা: জাতিসংঘ সদর দফতর প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং জাতির পিতা বাণী সম্বলিত একটি বসার স্থান উন্মুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী সোমবার (নিউইয়র্ক স্থানীয় সময় সকালে) বৃক্ষরোপণের পর বলেন, ‘এটা এক বিশেষ দিন। একটা চমৎকার জায়গায় একটা চেয়ার উৎসর্গ করা হল এবং বৃক্ষরোপণ করা হল। শতবর্ষের উপর বৃক্ষটা টিকে থাকবে এবং শান্তির বারতা বয়ে বেড়াবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা বৃক্ষরোপণ করা হলো, সবচেয়ে বড় কথা জাতির পিতা সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন। সংগ্রাম করেছেন দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং বিশেষ করে তিনি আমাদের বাংলাদেশের মানুষের দুঃখের কথাও তিনি যেমন ভেবেছেন, সারা বিশ্বের যারা ক্ষুধা-দারিদ্র্যে জর্জরিত, শোষিত বঞ্চিত মানুষ; তাদের কথাও তিনি বলেছেন।’

‘সারা বিশ্বে তার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) যে লক্ষ্যটা ছিল, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এটা ছিল ওনার জীবনের লক্ষ্য’, বলেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘শান্তির সন্ধানে বঙ্গবন্ধু সবসময় ছিলেন। তিনি সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন। আর শান্তি ছাড়া কখনও কোন দেশের উন্নতি হয় না। এটা তো আমরা নিজেরা খুব ভালো বুঝি। একটা শান্তিপূর্ণ পরিবেশে সবসময় উন্নতি হওয়া সম্ভব।’

সারাবাংলা/এনআর/এমও

জাতিসংঘ বৃক্ষরোপণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর