Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কংগ্রেসে যোগ দিচ্ছেন কানাইয়া কুমার

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৯

ভারতের সাবেক ছাত্রনেতা কানাইয়া কুমার এবং গুজরাটের স্বতন্ত্র বিধায়ক জিগনেশ মেভানি কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। আগামী ২ অক্টোবর এক অনুষ্ঠানের মাধ্যমে তারা কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এর আগে আগামী ২৮ সেপ্টেম্বর ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাদের দলটিতে যোগ দেওয়ার কথা ছিল। খবর এনডিটিভি।

সোমবার (২০ সেপ্টেম্বর) কংগ্রেস সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, গুজরাটের ভাদগাম আসনের বিধায়ক জিগনেশ মেভানিকে কংগ্রেসের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জিগনেশ মেভানির কংগ্রেসে যোগদান ভোটের রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত করবে। কারণ ভারতে মোট দলিতদের মধ্যে এক তৃতীয়াংশই পাঞ্জাব ও গুজরাটে বসবাস করে।

এদিকে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং বর্তমানে সিপিআই নেতা কানাইয়া কুমার কংগ্রেসে যোগ দিলে তার সঙ্গে আরও অনেক বাম নেতাও যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, আগামী ২০২২ সালের রাজ্য নির্বাচন এবং ২০২৪ সালের লোক সভা নির্বাচনের জন্য তরুণ ও ডায়নামিক নেতৃত্বের খোঁজ করছিল ভারতের রাজনৈতিক দল কংগ্রেস। ঠিক এমন সময়ে কানাইয়া কুমার ও জিগনেশ মেভানির দলটিতে যোগদানের খবর যেন তারই ইঙ্গিত।

সারাবাংলা/এনএস

কংগ্রেস কানাইয়া কুমার টপ নিউজ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর