Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজায় ভারতে ইলিশ রফতানি করবে ৫২ প্রতিষ্ঠান

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২১ ২০:৪২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ২২:২৫

ঢাকা: দুর্গাপূজাকে সামনে রেখে ভারতে ইলিশ রফতানি করতে দেশের ৫২ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (২০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়।

আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রককে পাঠানো চিঠিতে বলা হয়, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রফতানি বিষয়ে পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে ৫২ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দেওয়া হলো। এক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠান ৪০ মেট্রিক টন ইলিশ রফতানি করতে পারবে। ৫২ প্রতিষ্ঠান ৪০ মেট্রিক টন করে মোট ২ হাজার ৮০ মেট্রিকটন ইলিশ রফতানির সুযোগ পাবে।

বিজ্ঞাপন

এই অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনো বিধি-নিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে। এই অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। অনুমোদিত রফতানিকারক ছাড়া সাব কন্ট্রাক্টে ইলিশ রফতানি করা যাবে না।

সারাবাংলা/জেআর/পিটিএম

৫২ প্রতিষ্ঠান ইলিশ রফতানি ভারত

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর