Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডুবে গেছে ঝুলন্ত সেতু, হতাশ পর্যটকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৮ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ২০:৫২

রাঙ্গামাটি: ‘সিম্বল অব রাঙ্গামাটি’খ্যাত পর্যটন করপোরেশনের রাঙ্গামাটির ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে। গত কয়েকদিনের বৃষ্টিপাত ও উজানের পানির ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় সেতুর পাটাতন পানিতে তলিয়ে গেছে। ইতোমধ্যে নিরাপত্তা ঝুঁকি এড়াতে সেতুতে পর্যটক ও স্থানীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে পর্যটন হলিডে কমপ্লেক্স এলাকায় সরেজমিন দেখা গেছে, সেতুর প্রবেশ পথে সেতুতে প্রবেশের নিষেধাজ্ঞা জারির নির্দেশনা টাঙিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সেতুর পাটাতনের ওপর প্রায় হাঁটু সমান পানি উঠেছে।

বিজ্ঞাপন

রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকরা ঝুলন্ত সেতুর এমন হাল দেখে হতাশা প্রকাশ করেছেন। কয়েকজন পর্যটক জানান, আগে বর্ষাকালে রাঙ্গামাটি আসিনি, তাই ঝুলন্ত সেতু দেখতে এসে এমন বিড়ম্বনায় পড়িনি। রাঙ্গামাটি এসে সেতুতে উঠতে না পারাটা আমাদের দুর্ভাগ্যের। তবে সেতুটি আরও ওপরে হলে পানিতে তলিয়ে যেত না।

পর্যটন ট্যুরিস্ট বোটঘাটের ব্যবস্থাপক মো. রমজান আলী বলেন, ‘করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবার ব্যবসা শুরু করেছিলাম। কিন্তু ঝুলন্ত সেতুতে পানি উঠায় পর্যটকরা এসে হতাশ হচ্ছেন। তবে কাপ্তাই বাঁধ দিয়ে যদি পানি ছেড়ে দেওয়া হয়, তাহলে সেতুর পানি নেমে যাবে।’

জানতে চাইলে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, ‘কদিন আগে ঝুলন্ত সেতুতে পানি উঠলেও পরে নেমে গিয়েছিলো। কিন্তু গত দুইদিনের বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় সেতুটি আবারও ডুবে গেছে। তাই আমরা পর্যটক ও স্থানীয়দের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছি।’ সেতুর পানি না নামা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ঝুলন্ত সেতু টপ নিউজ পর্যটক রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর