চলাচলের জন্য উন্মুক্ত হলেও যাত্রী নেই ভোমরা স্থল বন্দরে
১৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:১১ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩০
সাতক্ষীরা: দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশে পরীক্ষামূলক যাত্রী চলাচলের জন্য খোলা রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে এ বন্দর যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কোন যাত্রী ভারতে প্রবেশ করেননি বা ভারত থেকে যাত্রী বাংলাদেশেও আসেনি।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বলেন, ‘ইমিগ্রেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষ জানতে না পারার কারণে হোক বা প্রস্তুতির অভাবে হোক এখনও পর্যন্ত ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে কোন যাত্রী যাতায়াত করেননি।’
করোনা মহামারির কারণে গত বছরের ২৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায় ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট। তবে আমদানি-রফতানি বাণিজ্য যথারীতি আগে থেকেই সচল রয়েছে।
সারাবাংলা/এমও