তিতুমীর কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে ১ ভোটে জয় পেলেন আসাদুজ্জামান
১৯ সেপ্টেম্বর ২০২১ ২২:২০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:০৭
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ২৩তম শিক্ষক পরিষদের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্বাচনে মাত্র এক ভোটের ব্যবধানে সম্পাদক পদে জয় পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম কামাল উদ্দিন হায়দার।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সরকারি তিতুমীর কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনে ২০৫ জন ভোটারের মধ্যে ৯৬ জনের ভোট পেয়ে সম্পাদক পদে জয়ী হন অধ্যাপক এস এম আসাদুজ্জামান। নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম কামাল উদ্দীন হায়দার পান ৯৫ ভোট। ২২তম শিক্ষক পরিষদের সম্পাদক রমা সেন বিজয় অন্য কলেজে বদলি হয়ে গেলে এতদিন ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনিই। নির্বাচনে না জিততে পারলেও ফল মেনে নিয়ে আসাদুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
শিক্ষক পরিষদের এই নির্বাচনে অন্যদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের প্রভাষক শেখ নাজিয়া জাহান। তিনি ভোট পেয়েছেন ১০৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দী সৈয়দ আবদুল্লাহ ওমর নাসিফ পেয়েছেন ৭৬ ভোট।
এর আগে, গত ১৫ সেপ্টেম্বর নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনই জানা যায়, সাত জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন— যুগ্ম-সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রীতা খন্দকার, দফতর সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. গালিব হোসেন ও কোষাধ্যক্ষ পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী মোহাম্মদ আল-নুর।
এছাড়া নির্বাহী সদস্য পদে অধ্যাপক শামীমা পারভীন, সহযোগী অধ্যাপক শরিফুল আলম সিদ্দিকী, সহকারী অধ্যাপক ড. নিলুফার ইয়াসমিন ও প্রভাষক নাদিমুল হকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শিক্ষক পরিষদের এই নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. ময়েজ উদ্দিন। পদাধিকারবলে শিক্ষক পরিষদের সভাপতি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন ও সহসভাপতি উপাধ্যক্ষ তালাত সুলতানা।
সারাবাংলা/এনএসএম/টিআর
অধ্যাপক এস এম আসাদুজ্জামান তিতুমীর কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন