Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাই হ্রদে সাবেক ইউপি সদস্য নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৩

কাপ্তাই হ্রদ [ফাইল ছবি]

রাঙ্গামাটি: জেলার কাপ্তাই হ্রদে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য অমর চাকমা (৫৫) নিখোঁজ হয়েছেন। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভাইবোন ছড়ায় এ ঘটনা ঘটে।

নিখোঁজের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বাদল চাকমা জানান, নিখোঁজের পর এলাকাবাসী পানিতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি।

কাপ্তাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, ‘রোববার বিকেলে ভাইবোনছড়া এলাকায় নৌকা থেকে লেকে পড়ে সাবেক ইউপি সদস্য অমর চাকমা নিখোঁজ হয়েছেন। বিষয়টি জানার পর সন্ধ্যায় আমি ইউএনওকে জানিয়েছি। যেহেতু এলাকাটি অনেক দুর্গম, তাই সোমবার ভোরে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তির সন্ধান করবেন।’

সারাবাংলা/এমও

ইউপি সদস্য কাপ্তাই হ্রদ নিখোঁজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর