Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীসহ গাজীপুর জেলা রেজিস্ট্রারের সম্পদের হিসাব চাইলো দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ২১:২৭

ঢাকা: গাজীপুর জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম ও তার স্ত্রী খুজিস্তা আক্তার বানুর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে। সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ (উপ-পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেক।

তিনি জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে তারা জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়।

সারাবাংলা/এসজে/এমও

গাজীপুর জেলা রেজিস্ট্রার দুদক সম্পদের হিসাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর