Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিসহ ৪ জনকে স্ট্যান্ড রিলিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ২১:২২

সিরাজগঞ্জ: কর্তব্যে অবহেলা ও দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় অবস্থিত বগুড়া হাইওয়ে বিভাগের অন্তর্ভুক্ত হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলীসহ চার জনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন বগুড়া হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন।

জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার ওসি শাহজাহান আলী, এসআই জাহিদ, কনস্টেবল আজম ও রুহুলসহ মোট চার জনকে ক্লোজ করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই স্ট্যান্ড রিলিজ করা হয়।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই রফিকুল ইসলাম জানান, স্ট্যান্ড রিলিজ করা হয়েছে কি না তা জানি না। তবে বদলি হয়েছে বলে শুনেছি।

উল্লেখ্য, ওসি শাহজাহান আলী চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হাটিকুমরুল হাইওয়ে থানায় যোগ দেন।

সারাবাংলা/পিটিএম

হাটিকুমরুল হাইওয়ে থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর