Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপুরায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৮

ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরায় এক গৃহবধূকে (২৫) গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ তিন সন্তানের জননী। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই নারীকে অসুস্থ অবস্থায় তার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করে।

ওই গৃহবধূর ভাই এনামুল হক বলেন, ‘তার বোনের স্বামী দুই মাস আগে তাকে ফেলে বরিশাল চলে গেছে। এরপর থেকে তার বোন খিলগাঁও এলাকায় তার বাসায় থাকে। আগে স্বামী ও সন্তান নিয়ে রামপুরা উলন রোডে থাকত। সেখানে শরীফ নামে একজনের সঙ্গে তার বোনের পরিচয় হয়।’

বিজ্ঞাপন

এনামুল জানান, তার বোনের স্বামী তাকে ফেলে যাওয়ার কারণে শরীফ এই সুযোগটি নেয়। বিভিন্ন সময় বিয়ের আশ্বাস ও খরচাপাতি দেওয়ার কথা বলে শারীরিক সম্পর্ক করে। গত রাতে তার বোনকে ডেকে নিয়ে যায় পূর্ব রামপুরা জাকিরের গলি এলাকার একটি বাসায়। পরে সেখানে শরীফ, ইব্রাহিম ও মাইনউদ্দিন নামে তিন ব্যক্তি তার বোনকে ধর্ষণ করে। এ কাজে সহযোগিতা করে এক মহিলা।

তিনি আরও জানান, রিকশাযোগে তার বোন বাসায় এসে বিস্তারিত খুলে বলে। পরে তাকে দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘রামপুরা থেকে এক নারী হাসপাতালে এসেছেন। তার পরিবারে অভিযোগ- সে গণধর্ষণের শিকার হয়েছে। বিষয়টি রামপুরা থানাকে অবগত করা হয়েছে।’

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হোসেন বলেন, ‘এ রকম অভিযোগ পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

সারাবাংলা/এসএসআর/একে

গণধর্ষণ ঢামেক হাসপাতাল রামপুরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর