‘ই-কমার্স প্রতিষ্ঠানগুলো প্রতিশ্রুতি পূরণ না করলে ব্যবস্থা’
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২০:১০
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছে দেওয়া তাদের প্রতিশ্রুতি পূরণ না করলে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ই-ভ্যালিসহ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কীভাবে তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করবে- বিষয়টি আমাদের এখনও জানা নেই। আমরা মনে করি, তারা যে কমিটমেন্ট জনগণকে দিয়েছে, তা যদি পূরণ না করে তবে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’
গ্রাহকদের উদ্দেশে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে আবেদন করছি, যারা এই ব্যাপারে লগ্নি করেন, তারা বুঝে-শুনে করবেন। আপনারা যাতে প্রতারিত না হন, সেই বিষয়টা নিজে চিন্তা করুন। এই যে আপনাদের প্রলোভন দেখাচ্ছে, এটা বাস্তসম্মত কি না- সেটা নিজেরাই চিন্তা করে ইনভেস্ট করবেন।’
তিনি বলেন, ‘আমি সবাইকে এই মেসেজটা দিতে চাই, ইনভেস্ট করার আগে বুঝে নেবেন, আপনাদের ঝুঁকি কতখানি। কীভাবে আপনারা পণ্য পাবেন। সেটা না জেনে ইনভেস্ট করা থেকে বিরত থাকুন।’
ই-রেঞ্জের সঙ্গে একজন পুলিশ কর্মকর্তা জড়িত। তার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সেগুলো সিস্টেম অনুযায়ী চলে আসবে। আমি যেটা বলতে চাচ্ছি, যারা লোভনীয় মুনাফার কথা বলছেন; ১০০ টাকার গাড়ি ৫০ টাকায় দিতে চাইছে- এগুলো বাস্তবসম্মত কি না, সেগুলো দেখে শুনে মানুষকে বিনিয়োগের অনুরোধ করছি। যাতে কেউ প্রতারিত না হয়।’
সারাবাংলা/জেআর/পিটিএম