Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অতিথি পাখিদের না, ত্যাগী নেতাদেরকে ভোট দিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৬ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৭

ঢাকা: তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আওয়ামী লীগের প্রাণ হিসেবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতির অতিথি পাখিদেরকে ভোট না দিয়ে জনগণের পাশে থেকে ত্যাগী নেতাদেরকে ভোট দিতে হবে।

রোববার (১৯ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে শহরের সার্কিট হাউজে সুধী সমাবেশে তিনি এ আহ্বান জানান। ড. হাছান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের নেতাকর্মীদের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে গণমানুষের দল হিসেবে পরিণত হয়েছে।’

বিজ্ঞাপন

ভোট প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চাইবে কিন্তু ত্যাগী নেতা ছাড়া আওয়ামী লীগের নৌকায় কাউকে প্রয়োজন নাই। যারা আওয়ামী লীগের দুঃসময়ে নেত্রীর পাশে, দলের পাশে ছিল তাদেরই মূল্যায়ন করা হবে। অন্যদলের অতিথি পাখিরা এখানে ভোট চাইতে আসবে, যখন ভোট চাইতে আসবে তখন বলতে হবে আপনারা অতিথি পাখির মতো এতদিন পরে কেন! যারা জনগণের মাঝে আছে এবং থাকবে তাদেরকেই ভোট দিতে হবে এবং নৌকা মার্কায় ভোট দিয়ে আবার নেত্রীকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।’

পরে মন্ত্রী সদর উপজেলার রাধাকৃষ্ণপুরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সারাবাংলা/জেআর/এমও

ড. হাছান মাহমুদ ত্যাগী নেতা ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর