Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইট ইঞ্জিনে সরলো রংপুর এক্সপ্রেস, ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৮ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:০২

সিরাজগঞ্জ: তিন ঘণ্টা ১২ মিনিট পরে লাইট ইঞ্জিনে করে রংপুরের পথে রওনা দিয়েছে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া রংপুর এক্সপ্রেস। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪২মিনিটে ট্রেনটি লাইট ইঞ্জিনের সাহায্যে উল্লাপাড়া স্টেশন থেকে রংপুরের পথে ছেড়ে গেছে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উল্লাপাড়া থেকে একটি লাইট ইঞ্জিন গিয়ে ট্রেনটিকে প্রথমে উল্লাপাড়া স্টেশনে নিয়ে আসে। পরে বিকেল ৩টা ৪২মিনিটে ১৪টি বগিসহ রংপুর এক্সপ্রেস ট্রেনটিকে আরেকটি লাইট ইঞ্জিনের সহায়তায় গন্তব্যের উদ্দেশে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

স্টেশন মাস্টার বলেন, এর মধ্য দিয়ে প্রায় সোয়া তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকার ৩২ নম্বর রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

সারাবাংলা/টিআর

টপ নিউজ ট্রেন চলাচল রংপুর এক্সপ্রেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর