Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভর্তি পরীক্ষার আগে খুলছে না রাবির হল

রাবি করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৮ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫০

রাজশাহী: স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আগে আবাসিক হল খুলে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান রাবি উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার বিষয়ে জানতে চাইলে রাবি উপাচার্য বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে হল খুলে দেওয়ার। কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাস বা হল খুলে দেওয়ার জন্য যতটা আগ্রহ দেখাচ্ছে ভ্যাকসিন নেওয়ায় ব্যাপারে তেমনটা করছে না। সরকার যেহেতু আমাদের একটা তারিখ নির্ধারণ করে দিয়েছে সে অনুযায়ী শিক্ষার্থীরা আগে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুক।’

বিজ্ঞাপন

গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আমরা জানতে পেরেছি ৫০ ভাগ শিক্ষার্থী ভ্যাকসিন নিয়েছে। ৭০ থেকে ৮০ ভাগ শিক্ষার্থী ভ্যাকসিন না নিলে আমরা হল ও ক্যাম্পাস খুলতে পারছি না।’

কবে নাগাদ হল ও ক্যাম্পাস খোলা হবে? জানতে চাইলে তিনি বলেন, ‘৩০ সেপ্টেম্বর আমাদের অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং আছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিন সকালে ভর্তি পরীক্ষা উপলক্ষে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে রাবির সাধারণ শিক্ষার্থীরা। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ক্যাম্পাস খোলার দাবিতে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপকমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ থেকে ৬ অক্টোবর রাবিতে প্রথম বর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বিপুল সংখ্যক পরীক্ষার্থী ও অবিভাবকদের থাকা-খাওয়া নিয়ে রয়েছে সংশয় দেখা দিয়েছে।

সারাবাংলা/পিটিএম

আবাসিক হল টপ নিউজ ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর