Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এই সরকার আরও ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা নষ্ট হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৫

ঢাকা: আওয়ামী লীগের সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা আর থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাই এই সরকারকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরের জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার (আওয়ামী লীগের সরকার) বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা আর থাকবে না। তাই এই সরকারকে নামাতে হলে সবাইকে এক লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে আন্দোলন করতে হবে।

ওই সভায় তিনি প্রশ্ন করে বলেন, নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি নিরপেক্ষ থাকতে পারে কি না? এই দেশে সুস্থ গণতন্ত্রের জন্য নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

আওয়ামী লীগ আবারও ভোটে জেতার জন্যই নির্বাচন কমিশনে সরকারের পছন্দের লোকদের বসানোর পায়তারা চলছে বলেও উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

সারাবাংলা/টিএস/এনএস

আওয়ামী লীগ বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর