Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো শিক্ষার্থীর করোনা সংক্রমণ হয়নি: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৪:১৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৮

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিদ্যালয় খোলার পর এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর করোনা সংক্রমণ হয়নি। যদি হতো তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে আমাদের জানানো হতো।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘করোনা নির্মূল হওয়ার আগেই স্কুল-কলেজ খুলে দেওয়া হলেও এখনো কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। বাড়তি সচেতনতার কারণেই স্কুল-কলেজ খোলায় এখনও সংক্রমণের খবর আমরা পাইনি। শিক্ষক-শিক্ষার্থী সবাই স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছেন।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতদিন করোনা পৃথিবী থেকে বিদায় না নেবে, ততদিন পর্যন্ত এ সচেতনতা মেনে চলতে হবে। শিক্ষার্থীদের যত্ন নিতে হবে।’

দীপু মনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করছি। যদি কোথাও কোনো অনিয়ম দেখি তাহলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক কর্মকর্তাসহ সবাইকে মুহূর্তের মধ্যে বরখাস্ত করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।

সারাবাংলা/টিএস/একে

দীপু মনি শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর