আফগানিস্তানে একাধিক স্থানে বিস্ফোরণ, নিহত ৭
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৩:০৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৫:০১
আফগানিস্তানে একাধিক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে। দেশটির রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আলজাজিরা।
তালেবানের সূত্র জানিয়েছে, শনিবার (১৮ সেপ্টেম্বর) বিস্ফোরণের কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে। জালালাবাদ ও কাবুলের এই বিস্ফোরণের পিছনে ইসলামিক স্টেট- খোরাসান প্রদেশ (আইএসআইএস-কে) দায়ী বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সিনিয়র সূত্র জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু করেছে তালেবান এবং জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, গতকাল শনিবার নানগারহার প্রদেশের রাজধানীতে অন্তত ৪টি বিস্ফোরণের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়, জালালাবাদের বিস্ফোরণের ঘটনায় জড়িত অনেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলাফল পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। দেশটির নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ, যা আইএসআইএস-কে’র প্রাণকেন্দ্র। এই সংগঠনটি আফগানিস্তানের মধ্যে সবচেয়ে চরমপন্থী ও সহিংস জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত।
সারাবাংলা/এনএস