Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের অঙ্গসংগঠন’

সারাবাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২১ ২১:০৩

চট্টগ্রাম ব্যুরো: বর্তমান নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের ‘অঙ্গসংগঠন’ উল্লেখ করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেছেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে একটিও সুষ্ঠু নির্বাচন হয়নি। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মতো পরিচালিত হয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ দেখতে চায় না।’

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক প্রয়াত টিংকু দাশের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় শাহাদাত হোসেন এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবে এই স্মরণ সভা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন আসার আগে বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে।’ আসলে নির্বাচন আসার আগে নয়, এই নির্বাচন কমিশন শুরু থেকেই সমালোচিত ও বিতর্কিত। নতুন করে এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করার কিছু নেই। তাদের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলোই ছিল একদলীয়। সরকারের প্রেসক্রিপশনে যাদের নাম ছিল তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। মানুষ দেখেছে, দিনের ভোট রাতে হয়েছে, ব্যালট বাক্সে আগে থেকেই নৌকায় সিল মারা ছিল।’

টিংকু দাশকে স্মরণ করে শাহাদাত বলেন, ‘টিংকু দাশ সাহসের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন। তার মেধা, মনন, কথা বলার ভাষা কর্মীদের আকৃষ্ট করত। অতি সহজে ছাত্রদের মন জয় করে জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে নিয়ে আসার গুণ ছিল তার মধ্যে।’

নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘টিংকু দাশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। নেতৃত্বের গুণে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক পদমর্যাদায় দফতর সম্পাদক হয়েছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন মেধাবী সংগঠককে হারিয়েছি।’

বিজ্ঞাপন

নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন শাহীনের সঞ্চলনায় সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা চাকসু ভিপি নাজিম উদ্দিন, নগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ, নাজিমুর রহমান, এস কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সদস্য হারুন জামান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, কামরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম এ হাশেম রাজু।

সারাবাংলা/আরডি/এমও

আওয়ামী লীগ নির্বাচন কমিশন বিএনপির আহ্বায়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর