পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৩ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ২২:৫০
ভারতে পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পদত্যাগ করেছেন।
শনিবার( ১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
অমরিন্দর সিংয়ের ছেলে রনিন্দার সিং এক টুইটার বার্তায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন।
এদিকে, রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর অমরিন্দর বলেন, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে জানিয়েই পদত্যাগ করেছেন তিনি।
পদত্যাগের ব্যাপারে তিনি বলেন, কংগ্রেস নেতারা তার ক্ষমতার ব্যাপারে সন্দিহান। যা অত্যন্ত অপমানজনক। এখন তারা পছন্দের ব্যক্তিকেই মুখ্যমন্ত্রী করতে পারেন।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শনিবার পাঞ্জাবের কংগ্রেস বিধায়কদের বৈঠকের আগেই অমরিন্দরকে পদত্যাগ করতে নির্দেশ দেয় কংগ্রেস হাইকমান্ড।
অন্যদিকে, পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি আছে। এখন মুখ্যমন্ত্রীর পদ থেকে অমরিন্দর সিংয়ের পদত্যাগের কারণে পাঞ্জাব কংগ্রেস ভেঙে যাবে কি না, তা নিয়ে ভারতের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
এর আগে, চলতি বছরের জুলাইয়ে অমরিন্দর সিংয়ের আপত্তি স্বত্বেও ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুকে রাজ্য কংগ্রেসের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর তাতেই দুই ভাগে ভাগ হয়ে যায় পাঞ্জাব কংগ্রেস।
সারাবাংলা/একেএম