Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিলমারীতে ধর্ষণের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৩

কুড়িগ্রাম: জেলার চিলমারীতে ধর্ষণ মামলার আসামি চিলমারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রিয়াজুল হক জোয়ার্দারকে গ্রেফতার করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত শুক্রবার লালমনিরহাট থেকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিধি মোতাবেক তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে চিলমারী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২৫ জুলাইয়ে নৌকায় তুলে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে বাদী মামলা করলে দীর্ঘদিন এজাহারভুক্ত আসামি হিসেবে বিএনপির এই নেতা পলাতক ছিলেন। এরপর গতকাল গ্রেফতার করা হয়।

রিয়াজুল হক জোদ্দার উপজেলার চিলমারী ইউনিয়নের চর কড়াইবরিশাল এলাকার মৃত ফুলগনির ছেলে। তিনি চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, মামলার আসামি রিয়াজুল হক জোয়ার্দারকে লালমনিরহাট থেকে আটক করে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

চিলমারী ধর্ষণের মামলা বিএনপি নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর