স্কুলে ফিরতে পারেনি আফগান মেয়েরা
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:০২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪২
আফগানিস্তানে শনিবার (১৮ সেপ্টেম্বর) থেকে ছেলেদের জন্য স্কুল খুলে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। তবে, মেয়েদের স্কুলে যাওয়ার ব্যাপারে এখনও নিষেধাজ্ঞা রয়েছে। কবে নাগাদ মেয়েরা ক্লাসে ফিরতে পারবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
এদিকে, তালেবানের কাবুল দখলের এক মাস পেরিয়ে গেছে। এর মধ্যে অল্প যে কয়েকটি স্কুল কার্যক্রম শুরু করতে পেরেছে তার মধ্যে কিছু স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েরা ক্লাসে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদেরকে আলাদা ক্লাস করতে দেখা গেছে। কিন্তু, আফগানিস্তানজুড়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেয়েদের স্কুল এখনও বন্ধ রয়েছে।
অন্তর্বর্তী তালেবান সরকারের কর্মকর্তারা এরই মধ্যে বলেছেন, মেয়েদেরকে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। তবে ছেলে-মেয়েদের একসঙ্গে পড়তে দেওয়া হবে না। দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মেয়েদের জন্য অনেক কাজকর্মই করা সম্ভব নয়।
এবার শিক্ষা মন্ত্রণালয় ছেলেদের জন্য স্কুল খোলার ঘোষণা দিলেও মেয়েদের ব্যাপারে কিছু বলেনি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সরকারি ও প্রাইভেট স্কুল ও মাদরাসাগুলো শনিবার থেকে চালু হবে। সব শিক্ষক এবং ছেলে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবেন।
সারাবাংলা/একেএম