Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে মুনাফিকের সঙ্গে তুলনা বাণিজ্যমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৬

রংপুর: বিএনপিকে মুনাফিকের সঙ্গে তুলনা করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিএনপি তাদের নেতা জিয়াউর রহমানকে মুখে মুক্তিযুদ্ধের ঘোষক দাবি করলেও অন্তরে তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর টাউন হলে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা নিয়ে রচিত ‘স্মৃতিতে রণাঙ্গণ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “১৫ আগস্ট যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, তাদের উদ্দেশ্য কেবল ক্ষমতা দখলই ছিল না, তারা মুক্তিযুদ্ধের অমিয় শক্তির স্লোগান ‘জয় বাংলা’র বদলে ‘জিন্দাবাদ’ প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানের ভাবধারায় ফিরে যেতে চেয়েছিল।”

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, মহানগর পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ, ডিআইজি দেবদাস ভট্টাচার্যসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর