ধামাকার কাছ থেকে ২০০ কোটি টাকা ফেরত চান ভুক্তভোগীরা
১৮ সেপ্টেম্বর ২০২১ ১২:১১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১২:৪৫
ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের সেলাররা ২০০ কোটি টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
ভুক্তভোগীরা লিখিত বক্তব্যে বলেন, ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের সেলার বা মার্চেন্ট হিসেবে প্রায় ৬৫০ জন এসএমই উদ্যোক্তা কোম্পানির চেয়ারম্যান এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও জয়েন্ট কেয়ার কো-অর্ডিনেটর ডা. এম আলী ( মোজতবা আলী) ও ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন চিশতীর ওপর আস্থা রেখে ২০২০ সালের ডিসেম্বর থেকে ধামাকা শপিং ডটকমের নির্দেশনা ও চুক্তি অনুযায়ী আমরা পণ্য সরবরাহ করে যাচ্ছিলাম।
ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের সঙ্গে পণ্য সরবরাহের জন্য সেলারদের সঙ্গে চুক্তিতে স্পষ্ট লেখা ছিল পণ্য সরবরাহের পর ১০ কার্যদিবসের মধ্যে পাওনা অর্থ পরিশোধ করবে। কিন্তু দুঃখজনকভাবে সেই ১০ দিবস এখন ১৬০ কার্যদিবসে পার হয়েছে।
ধামাকার কাছে সেলারদের পাওনা প্রায় ২০০ কোটি টাকা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় পাওনা চেয়ে বারবার তাগাদা দিলেও ধামাকা কর্তৃপক্ষ সেলারদের কোনো সহযোগিতা করছে না।
সংবাদ সম্মেলনে বলা হয়— যুব ও এসএমই ব্যবসায়ী হিসেবে আমরা আমাদের শেষ সম্বল, আত্মীয় স্বজন ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এ প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করে আজ রাস্তার ফকির ও নিঃস্ব হয়ে গিয়েছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড সেলার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম ইমন, সহ-সভাপতি মো. বাহারুল ইসলাম, নাসির জাহিদুল ইসলামসহ অন্যরা।
সারাবাংলা/এআই/একে