বঙ্গবন্ধুর ভাষণের দিনকে ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ ঘোষণা
১৭ সেপ্টেম্বর ২০২১ ১৫:০০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১১:১০
ঢাকা: তৃতীয়বারের মতো ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ঘোষণা করেছে জাতিসংঘ। ১৯৭৪ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৯তম ওই অধিবেশনে মাতৃভাষা বাংলায় ভাষণ দিয়েছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের মুক্তধারার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সিইও বিশ্বজিত সাহা গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাসাস’কে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তৃতীয়বারের মতো নিউইয়র্ক স্টেট সিনেট এই বিলটি পাশ করা। এতে করে যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে মুক্তধারার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আরেকটি পালক যোগ হলো। গত ২১ জানুয়ারি সিনেটর স্টেভেস্কি বিলটি নিউ ইয়র্ক স্টেটের আইন পরিষদে উত্থাপন করেন। ২৬ জানুয়ারি সর্বসন্মতভাবে বিলটি পাশ হয়। সিনেট রেজ্যুলেশন নম্বর জে ০০১৯৭। নিউইয়র্ক স্টেট সেক্রেটারি আলেন্ড্রো এন পলিনো গত ১৪ মার্চ স্টেট গভর্নর স্বাক্ষরিত ঘোষণাপত্রের কপি ২০ জানুয়ারি বিতরণ করেছেন।
বিশ্বজিত সাহা আরও জানান, দিনটিকে পালন করার জন্য মুক্তধারা আগামী ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় জ্যাকসন হাইটেসের জুইশ সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশের বন্ধুরা ছাড়াও দেশটিতে সফররত বাংলাদেশি ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
প্রসঙ্গত, স্বাধীনতার পর ১৯৭৪ সালে ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ। এরপর ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে যোগদেন বাংলাদেশর তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই অধিবেশনে বাংলায় ভাষণ দেন তিনি। জাতিসংঘে বাংলায় ভাষণ দেওয়ার ঘটনা এটিই প্রথম। যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
সারাবাংলা/এনএস