Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ান বাজারে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২১ ০৮:৫৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত মমতাজ (২৫) পেশায় রিকশাচালক ছিলেন বলে জানা গেছে।

পরে পথচারীরা মমজাজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মৃত ঘোষণা করে। এর আগে রাত ১০টার দিকে কারওয়ান বাজারে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে হাসপাতালে আসেন নিহত মমতাজের বোন আলিফা আক্তার। তিনি জানান, মমতাজ রিকশা চালাত। তাদের বাসা লালবাগ শহীদনগর ৯ নম্বর গলিতে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে শহীদনগরে থাকত। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়।

আলিফা আরও জানান, রাতে লোক মারফত খবর পাই মমতাজ কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। পরে হাসপাতালে মৃতদেহ দেখতে পাই।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মমতাজের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনএস

কারওয়ান বাজার টপ নিউজ ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত