সেলফি তুলতে গিয়ে ভৈরব নদে স্কুল ছাত্র নিখোঁজ
১৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৪
মেহেরপুর: ভৈরব নদের মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটের কাছে তানজিদ আহমেদ উৎস (১৭) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সেলফি তুলতে গিয়ে সে স্লুইস গেটের তীব্র স্রোতের মধ্যে পড়ে যায়।
তানজির আহম্মেদ উৎস গাংনী বাজারের ফজলুল হকের ছেলে। সে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
তানজির আহমেদের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে দুপুরে দিকে তারা পৌঁছায় ভৈরব নদের পাড়ে রতনপুর এলাকায়। স্লুইস গেটের পাশে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় উৎস। তীব্র স্রোতের টানে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। স্রোতের তোড়ে সাঁতরে ওপরে উঠা সম্ভব ছিল না বলে জানান স্থানীয়রা।
এদিকে নদীর পানিতে পড়ার খবর পেয়ে স্থানীয় হাজারও মানুষ জড়ো হয়। অনেকে পানিতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন নিখোঁজের পিতা।
পরে ওই তিন দফতরের প্রতিনিধিরা এলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় তারা সন্ধান করতে পারেনি। খুলনা থেকে ডুবুরি দলের সদস্যরা আসার পর উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
সারাবাংলা/জেআর/এমও