Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাসাইনমেন্টের সঙ্গে ফি’র কোনো সম্পর্ক নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩০ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ফাইল ছবি

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার সঙ্গে স্কুলের অনাদায়ী বেতন বা ফি’র কোনো সম্পর্ক নেই।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, স্কুল বন্ধ থাকার কারণে দীর্ঘদিন অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের বেতন পরিশোধ করেনি। যা এখন অনেকের জন্য চাপ হয়ে গেছে। ফি পরিশোধের জন্য হয়তো ইনস্টলমেন্ট বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে।

আর যাদের সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই ফি পরিশোধ দিয়ে দেওয়া উচিত। তবে, সেই ফি পরিশোধের সঙ্গে অ্যাসাইনমেন্টের কোন সম্পর্ক নেই বলে জানান শিক্ষামন্ত্রী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সারাবাংলা/একেএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর