আদালতের সামনে রাসেলের মুক্তির দাবিতে স্লোগান, আটক ১
১৭ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৮
ঢাকা: প্রতারণা ও গ্রাহকের অর্থ-আত্মসাতের অভিযোগে দায়ের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেলের মুক্তির দাবিতে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে স্লোগান দেন বেশ কয়েকজন ব্যক্তি।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রিমান্ড শুনানি শেষে রাসেলকে নিয়ে যাওয়ার সময় তার গাড়িকে ঘিরে স্লোগান দেন ২০-২৫ জন যুবক। এ সময় কোতোয়ালি থানা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) আনিসুল ইসলাম জানান, নিষেধ করার পরও স্লোগান দেওয়ায় তাদের ছত্রভঙ্গ করে একজনকে আটক করে থানায় পাঠানো হয়েছে।
এর আগে রাসেল ও তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ঢাকার সেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই আদেশ দেন।
সারাবাংলা/এআই/এসএসএ