Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরীকে ধর্ষণের ‘দায় স্বীকার’ করে ৩ জনের জবানবন্দি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ২০:৪৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ২০:৪৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার তিন আসামি আদালতে দায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া আক্রান্ত কিশোরীরও জবানবন্দি নিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. সফিউদ্দিন, মেহনাজ রহমান এবং হোসেন মো. রেজার আদালতে পৃথকভাবে আসামি ও ভিকটিমের জবানবন্দি নেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘তিন আসামিকে আমরা আদালতে হাজির করেছিলাম। প্রত্যেকে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেছেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এছাড়া ঘটনার শিকার কিশোরীও ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।’

‘পথহারা’ কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩

 

গত ৫ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদে ফুপাত ভাইয়ের স্ত্রীর সঙ্গে হাসপাতাল থেকে ফেরার পথে পথ হারিয়ে ফেলেন ১৪ বছর বয়সী ওই কিশোরী। তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে সীতাকুণ্ডের বেড়িবাঁধ এলাকায় নিয়ে একটি ঘরে আটকে রাতভর ধর্ষণ করে
গ্রেফতার তিনজন। পরদিন তাকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়। এ ঘটনার পর বুধবার রাতে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে নগরীর ডবলমুরিং থানা পুলিশ।

গ্রেফতার তিনজন হলো- মেহেদী হাসান মুন্না (১৯), মো. সাকিব (২১) এবং হাসান তারেক রনি (৪০)। পুলিশ জানিয়েছে, মেহেদীর বাসা নগরীর হালিশহরের বি-ব্লকে। পেশায় লরিচালকের সহকারী। সাকিবের বাড়ি সীতাকুণ্ডে। হাসান তারেকের বাসা নগরীর চান্দগাঁও এলাকায়। সীতাকুণ্ডের কালু শাহ নগর এলাকার পশ্চিমে সাগরপাড়ে বেড়িবাঁধে সরকারি জায়গায় ঘর তুলে ভাড়া দিয়েছেন সাকিব ও হাসান। উভয়ে ওই এলাকায় নৈশপ্রহরী হিসেবেও কাজ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

কিশোরীকে ধর্ষণ জবানবন্দি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর