Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু হত্যা মামলায় জিয়াকে আসামি করতে চেয়েছিলাম’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ০১:০৬

ফাইল ছবি: সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা মামলায় জিয়াউর রহমানকে আসামি করতে চেয়েছিলাম। ওই সময় হোম সেক্রেটারি ছিলেন রেজাউল হায়াত। তিনি আমাকে বললেন, মৃত মানুষকে তো আসামি করা যায় না। সেজন্য তাকে আসামি করা হয়নি। আমার মনে হয়, মামলায় জিয়ার নামটা থাকা উচিত ছিল।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত ছিলেন। এটি স্পষ্ট। এতে কোনো সন্দেহ নেই। জিয়া যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, সেটা ফারুক-রশিদরাই বিবিসির ইন্টারভিউতে বলেছে। অ্যান্থনি মাসকারেনহাসের বইতে আছে, লরেন্স লিফশুলজের বইতে আছে— কীভাবে অস্বীকার করবে?’

তিনি বলেন, ‘জিয়ারউর রহমান খুনিদের পুরস্কার হিসেবে বিদেশি দূতাবাসে অ্যাম্বাসেডর করেছে। আর খালেদা জিয়া খুনিদের আরেক দফা উপরে তুলে দিয়েছে। সে খুনিদের এই সংসদে বিরোধীদলের আসনে বসিয়েছে।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

আসামি জিয়া টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর