আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠক
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৬ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩০
আফগানিস্তানে তালেবান সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ডেবরাহ লিয়নস।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) তালেবান মুখপাত্র সুহাইল শাহিন এক টুইটার বার্তায় এ খবর জানিয়েছেন।
1/2
Sirajuddin Haqani, Minister of Interior, IEA, met Head of UNAMA Deborah Lyons and her delegation yesterday. They discussed the ongoing situation of Afghanistan and humanitarian aids. IEA Interior Minister stressed that UN personnel can conduct their work without any hurdle— Suhail Shaheen. محمد سهیل شاهین (@suhailshaheen1) September 16, 2021
তালেবানের ওই মুখপাত্র বলেন, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন জাতিসংঘ কোনো দ্বিধা-সংশয় ছাড়াই আফগানিস্তানে তাদের ত্রাণ কার্যক্রম চালিয়ে যেতে পারে।
এদিকে, ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করার পর থেকে হাজার হাজার মানুষ সেখান থেকে পালিয়ে গেছেন। তাদের মধ্যে অনেক সরকারি এবং ত্রাণ কর্মকর্তা রয়েছেন। তাই, বর্তমানে দেশটির চরম দারিদ্র্যপীড়িত মানুষের জন্য ত্রাণ কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।
এর আগের দুই দশকে তালেবান জাতিসংঘের কর্মকর্তা এবং কর্মসূচি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল। তার মধ্যে, ২০০৯ সালে কাবুলের একটি গেস্টহাউজে হামলা চালিয়ে জাতিসংঘের পাঁচ বিদেশি কর্মী; ২০১১ সালে মাজার ই শরীফে হামলা চালিয়ে সাত জাতিসংঘ কর্মকর্তাকে হত্যা করে তালেবান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ তালিকায় থাকা হাক্কানি নেটওয়ার্কের অন্যতম প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের মধ্যে অন্যতম। প্রায় চার বছর যাবৎ তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
সারাবাংলা/একেএম