Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২৫ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো দিন সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৫

ঢাকা: ২৫ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো দিন ঢাকা ও সিরাজগঞ্জের মধ্যে চলাচলকারী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ফের চালুর কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বন্ধ হয়ে যাওয়া ট্রেন ফের চালুর বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

রেলপথমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনবান্ধব সরকার, উন্নয়নের সরকার। সরকার সুবিধা বৃদ্ধি করে, কমায় না। রেলকে এক সময় ধ্বংস করে দেওয়া হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী রেলকে আলাদা গুরুত্ব দিয়েছেন এবং ঢেলে সাজাচ্ছেন। রেল সাধারণের বাহন হিসেবে যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ এ সময় তিনি স্থানীয় নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে বলেন, ‘সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। এ মাসেই কন্সালটেন্সি নিয়োগে চুক্তি হবে।’

রেলকে আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমানে রেলওয়েতে অনেক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প, ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মিত হচ্ছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ হচ্ছে, যমুনা নদীর ওপর আলাদা রেলসেতু নির্মাণসহ অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প নেওয়া হয়েছে। যেগুলো বাস্তবায়ন হলে রেলযোগাযোগ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে।’

রেলমন্ত্রী এ সময় বলেন, ‘বর্তমানে লোকবল সংকট রয়েছে। যে কারণে সঠিকভাবে অপারেশনাল কার্যক্রম চালানো যাচ্ছে না। এক সময় রেলওয়েতে ৭৮ হাজার লোকবল ছিল। বর্তমানে ২৫ হাজারে নেমে এসেছে। নতুন নিয়োগ বিধি সংশোধন করা হয়েছে। নতুন লোক নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে ২০ থেকে ২৫ হাজার লোক নিয়োগ দেওয়া।’ এছাড়া সিরাজগঞ্জে একটি কন্টেইনার ডিপো নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় সিরাজগঞ্জ সদর-কামারখন্দের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান বক্তব্য দেন। সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত হোসেন, পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

নূরুল ইসলাম সুজন রেলপথমন্ত্রী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর