Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভ্যালির চেয়ারম্যান শামীমা ও সিইও রাসেল গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৬

ঢাকা: অনলাইন মার্কেট প্লেস ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন ও সিইও মো. রাসেলকে গ্রেফতার করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সৈয়দ রোডের ৫/৫এ বাসায় অভিযান শুরু করে র‌্যাবের একটি দল।

ইভ্যালির বিরুদ্ধে অনিয়ম, গ্রাহকদের কাছ থেকে আগাম টাকা নিয়ে পণ্য ডেলিভারি না করাসহ একাধিক অভিযোগ উঠেছে।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে গুলশান থানায় মামলা হয়েছে। ঢাকার বাইরেও এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক মামলা আছে।

আরও পড়ুন:
সিরাজগঞ্জে ইভ্যালির বিরুদ্ধে মামলা
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা
ইভ্যালির দায় ৫৪৪ কোটি টাকা, সম্পদ ১০৫ কোটি টাকা
ইভ্যালি’র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চিঠি যাচ্ছে স্বরাষ্ট্রে
অডিট চলছে, ইভ্যালিতে বিনিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত নয়: যমুনা গ্রুপ
ইভ্যালি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কঠোর কোনো সিদ্ধান্ত আসছে না!

সারাবাংলা/ইউজে/একে

ইভ্যালি রাসেল শামীমা নাসরীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর