ভিকারুননিসার অধ্যক্ষের ফোনালাপ ফাঁস: প্রতিবেদন দাখিলের নির্দেশ
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৮
ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর ফোনালাপ ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৩১ অক্টোবরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তদন্ত প্রতিবেদন দাখিলে রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে আগামী ৩১ অক্টোবর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। রিটের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল।
আরও পড়ুন: ‘ভিকারুননিসার অধ্যক্ষের ফোনালাপের ভাষা সত্যি হয়ে থাকলে নিন্দনীয়’
আর্থিক অনিয়ম ও ভর্তি বাণিজ্যে ক্ষত বিক্ষত ভিকারুননিসা নূন
এর আগে গত ৮ জুলাই ভিকারুননিসা কলেজের অধ্যক্ষ ও অভিভাবক ফোরামের নেতার ফোনালাপ ফাঁসের ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
রিটে অধ্যক্ষ কামরুন নাহারকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে। কলেজের দুই শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ মোরশেদ আলম রিট দায়ের করেন। রিটে শিক্ষা সচিব ও শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও গর্ভনিং বডির সভাপতিকে বিবাদী করা হয়েছে।
আরও পড়ুন: ‘ভিকারুননিসায় একজন সন্ত্রাসী মহিলাকে অধ্যক্ষ করা হয়েছে’
বালিশের নিচে পিস্তল রেখে ঘুমান ভিকারুননিসার অধ্যক্ষ!
সারাবাংলা/কেআইএফ/এনএস
অধ্যক্ষ কামরুন নাহার ফোনালাপ ফাঁস ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ