Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৩:২০

প্রতীকী ছবি

চাঁদপুর: শহরের বিপণীবাগ বাজার এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় নারায়ণ ঘোষ (৬২) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিপণীবাগ বাজারের পাবলিক টয়লেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণ ঘোষ চাঁদপুর শহরের ঘোষপাড়া এলাকার মৃত যোগল কৃষ্ণ ঘোষের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দধি, মাঠার ব্যবসা করে আসছিলেন। নারায়ণ ঘোষের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, ধারালো কোনো বস্তু দ্বারা গলায় আঘাত করে হত্যা করা হয়েছে। জেলা পুলিশ, পিবিআই, ডিবির তদন্তকারী দল কাজ করছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

গলাকাটা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর