Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ১২:৫৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪৭

ঢাকা: অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি ডটকমের চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ আত্নসাতের মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে আরিফ বাকের নামে এক ভুক্তভোগী গ্রাহক এই মামলা করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ওই ভুক্তভোগীসহ বেশ কয়েকজন গুলশান থানায় প্রতারণার অভিযোগ এনে মামলার আবেদন করেন।

উপ-কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, মামলা পরবর্তী বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সবার আগে আসামিরা যেন দেশ ছাড়তে না পারে সেজন্য আদালতের অনুমতি নেওয়া হবে।

সারাবাংলা/ইউজে/এসএসএ

ইভ্যালির রাসেল-শামীমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর