শিশুদের অজানা জ্বর: বাড়ছে সংক্রমণ-মৃত্যু
১৬ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৮ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪২
ভারতে শিশুদের এই অজানা জ্বরের সূত্রপাত উত্তরবঙ্গ থেকে ক্রমেই তা দক্ষিণবঙ্গেও ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যেই, চার শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। অজানা জ্বর পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে ডয়চে ভেলে জানিয়েছে, শিশুদের সাধারণ কিংবা খিঁচুনি দিয়ে জ্বর হচ্ছে। ওষুধে জ্বর নামছে না। পেট ব্যথা বা পেট খারাপও হচ্ছে। করোনার কিছু উপসর্গের সঙ্গে এই জ্বরের উপসর্গ মিলে গেলেও, টেস্টে করোনা মেলেনি। ডেঙ্গুও নেগেটিভ। পরে, তাদেরকে আরও বেশ কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
এদিকে, অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া চার শিশুর এক জন কোচবিহারের এবং তিন জন জলপাইগুড়ির।
বুধবারও (১৫ সেপ্টেম্বর) জলপাইগুড়িতে তিন মাসের এক শিশু অজানা জ্বরে মারা গেছে। উত্তরবঙ্গের চার জেলা জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও আলিপুরদুয়ারে অজানা জ্বর নিয়ে ৫৩৩ শিশু সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।
এছাড়াও, হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন অজানা জ্বরে আক্রান্ত হয়ে শয়ে শয়ে শিশু চিকিৎসা নিতে আসছে।
অন্যদিকে, কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালেও বেশ কিছু শিশু অজানা জ্বর নিয়ে ভর্তি হয়েছে। আশপাশের জেলাগুলো থেকেও অজানা জ্বরে আক্রান্ত হওয়ার খবর মিলছে।
অপরিদকে, অজানা জ্বরের ব্যাপারে জানতে কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই কমিটিতে শিশুরোগ বিশেষজ্ঞরা ছাড়াও মেডিসিন, জনস্বাস্থ্য, ভাইরোলজির বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।
এ ব্যাপারে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় বিশ্বাস বলেছেন, এই জ্বর কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা বিশেষজ্ঞ কমিটি দেখবেন। তারপর তাদের সঙ্গে আলোচনা করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বিশেষজ্ঞ কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখার পরই এই জ্বরের কারণ জানা যাবে।
তবে কিছু বিশেষজ্ঞের মতে, রেসপিরেটরি সেনসিটায়াল ভাইরাসে (আরএসভি) আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুরা এই ভাইরাসের মোকবিলা করতে পারে না। তাছাড়া বেশকিছু শিশু ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছে।
শিশুরোগ বিশেষজ্ঞ দিলীপ সেনগুপ্ত ডয়চে ভেলেকে জানিয়েছেন, ভাইরাস থেকেই জ্বর হচ্ছে। তবে কোন ভাইরাস তা এখনও জানা যায়নি। জ্বর থেকে মাল্টি অর্গান ফেইলিওর হচ্ছে। সেজন্যই এটা খুব মারাত্মক।
সারাবাংলা/একেএম