Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুদ্ধাচার পুরস্কার পেলেন ভূমি মন্ত্রণালয়ের ৫ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ০৮:৩৯

ঢাকা: কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর/সংস্থার পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ভূমিমন্ত্রীর কার্যালয়ে তাদের হাতে শুদ্ধাচার পুরস্কারের সন্মাননা ও সনদ তুলে দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পরিচালক মো. আব্দুল হাই ২০২০-২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।

ভূমি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা দেবরাজ পাহলান মিঠু ও অফিস সহায়ক অজিত সরকার নিজ নিজ ক্যাটাগরিতে ২০১৯-২০ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।

ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রিজাউল করিম ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রাজিয়া সুলতানা নিজ নিজ ক্যাটাগরিতে ২০২০-২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।

সারাবাংলা/জেআর/এসএসএ

শুদ্ধাচার পুরস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর