Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আরও ২৪ কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৩ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৫

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ করোনাভাইরাসের ভ্যাকসিনের বড় একটি চালান পেতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘সব মিলিয়ে ২৪ কোটি ভ্যাকসিন পেতে যাচ্ছে বাংলাদেশ। আমাদের দরকার ২৬ কোটি ভ্যাকসিন। তারপরও আমরা খুশি। এই ভ্যাকসিন আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে আসবে।’

তিনি বলেন, ‘আমরা স্থানীয়ভাবেই ভ্যাকসিন উৎপাদন করব। এজন্য ২৪ কোটিতেই খুশি। আশা করি, এর মধ্যে আমাদের অধিকাংশ লোককে ভ্যাকসিনের আওতায় আনতে পারব।’

ড. মোমেন বলেন, ‘আমরা কোভাক্সের মাধ্যমে বড় একটা চালান পাব। স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বলবে তখনই ওরা দেবে। সিনোফার্মের সঙ্গে চুক্তিরগুলোও পাওয়া যাবে।’ করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্টের দোহাই দিয়ে বাংলাদেশকে ব্রিটেনের রেড লিস্টে রাখা যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বৃটিশরা বলছে আমাদের অবস্থা খারাপ। আমি বলেছি, আমাদের চেয়ে ভারতের অবস্থা আরও খারাপ। তাদের তোমরা রেড লিস্টে রাখনি, অথচ আমাদের রেখেছো।’ রেড লিস্টে থাকার কারণে যুক্তরাজ্যের নাগরিকত্ব থাকা পাঁচ থেকে ছয় হাজার বাংলাদেশিও দেশটিকে যেতে পারছে না বলে দাবি করেন তিনি।

দেশে করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট নেই দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওরা আফ্রিকান ভ্যারিয়েন্টের কথা বলে রেড লিস্টে রেখেছে। কিন্তু আমাদের এখানে আফ্রিকান ভ্যারিয়েন্ট নেই। স্বাস্থ্য অধিদফতরের এ বিষয়ে কথা বলা দরকার।’

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিটিএম

২৪ কোটি ভ্যাকসিন বাংলাদেশ

বিজ্ঞাপন

ভ্যাট: বাজারে নতুন আরেক আতঙ্ক
১২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

দেশে এইচএমপিভি শনাক্ত
১২ জানুয়ারি ২০২৫ ১৬:১৯

রঙ্গ ভরা বিপিএল
১২ জানুয়ারি ২০২৫ ১৬:১৫

আরো

সম্পর্কিত খবর