Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ ঘাটতি মেটাতে সংসদে বিশেষ বিল উত্থাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫৩

ঢাকা: জরুরি ভিত্তিতে দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে বিশেষ বিধান (সংশোধন) বিল-২০২১ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি সংসদে উত্থাপন করলে তা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

বিলটি সংশোধনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংসদে জানান, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০০৮ অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে দেশের মোট উৎপাদিত বিদ্যুতের ১০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করার লক্ষ্যে এ খাতে দ্রুত অধিক সংখ্যক প্রকল্প নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্য আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান অবকাঠামোগত উন্নয়ন ধারা অব্যাহত রাখা অপরিহার্য। সেজন্য বিশেষ বিধান (সংশোধন) বিলটি সংসদে উত্থাপন করা হলো।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

বিদ্যুৎ ঘাটতি বিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর