Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২১ ০৯:৪৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৩:৪৪

সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় উপজেলায় সড়কের পাশের বাজার করার সময় ট্রাক চাপায় রুবেল (২৫) ও ফরজ আলী (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২৫) ও একই গ্রামের ভ্যানচালক ফরজ আলী (৪৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী বলেন, সকালে রুবেলসহ বেশ কয়েকজন মহাসড়কের শ্রীকোলা মোড়ে বাজার করছিলেন। এ সময় পাবনাগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এএম

সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর