Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ আদালতে হাজিরা দেবেন পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২১ ০০:৫৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ০০:৫৪

ঢাকা: রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) আদালতে হাজিরা দেবেন চিত্রনায়িকা পরীমনি।

পরীমনির আইনজীবী মজিবুর রহমান মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পরীমনির আদালতে হাজিরা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার মামলাটির দিন ধার্য করা হয়েছে। পরীমনি আমাকে জানিয়েছেন, তিনি আদালতে হাজিরা দেবেন। দুপুর ১২টা থেকে ১টা নাগাদ তিনি আদালতে পৌঁছাবেন। তার কিছু মালামাল জব্দ করা হয়েছে। সেই বিষয়ে তিনি আদালতকে কিছু বলবেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকাল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৯ আগস্ট কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপরে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরের দিন পরীমনি কারামুক্ত হন।

সারাবাংলা/এআই/এনএস

আদালতে হাজিরা টপ নিউজ পরীমনি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর