Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুতিন আইসোলেশনে

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:২০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ২১:০৩

ভ্লাদিমির পুতিন, ফাইল ছবি

সেলফ আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সঙ্গে থাকা কয়েকজনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ক্রেমলিনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তারপরও সতর্কতা হিসেবে আইসোলেশনে যাচ্ছেন তিনি।

এদিকে, আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক এক বৈঠকে অংশ তাজিকস্তানে যাওয়ার কথা থাকলেও; আইসোলেশনে থাকার কারণে সেই সিদ্ধান্ত বাতিল করেছেন পুতিন।

ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো জানিয়েছে, রাশিয়ায় ৭১ লাখ ৭৬ হাজার ৮৫ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক লাখ ৯৪ হাজার ২৪৯ জন।

সারাবাংলা/একেএম

টপ নিউজ ভ্লাদিমির পুতিন সেলফ আইসোলেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর