Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিওআইপি ব্যবসার অভিযোগ, অভিযান চলছে লালমাটিয়ায়

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৭ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ২০:১৭

ঢাকা: অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার আইপি) ব্যবসা পরিচালনার অভিযোগে রাজধানীর লালমাটিয়ার একটি বাসায় যৌথ অভিযানে নেমেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লালমাটিয়ার ই-ব্লকের একটি বাসায় ওই অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্য ৬টার পরও অভিযান চলছে।

অভিযানে অংশ নেওয়া বিটিআরসি’র ডেপুটি ডিরেক্টর গোলাম সরওয়ার সারাবাংলাকে বলেন, ভিওআইপি ব্যবসার অভিযোগ লালমাটিয়ার একটি বাসায় অভিযান চলছে। কোনো প্রতিষ্ঠানের নামে নয়, ব্যক্তি মালিকানাধীন একটি ফ্ল্যাটে অবৈধভাবে ওই ব্যবসা চলছিল।

এক প্রশ্নের উত্তরে গোলাম সরওয়ার বলেন, আমরা ভিওআইপি ব্যবসার যন্ত্রপাতি জব্দ করছি। তবে তাৎক্ষণিভাবে ভিওআইপি ব্যবসা চালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম জানা যায়নি।

বিটিআরসি জানিয়েছে, অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে আগে থেকেই বিটিআরসি সোচ্চার। আগে থেকেই তারা এ ধরনের অভিযান চালিয়ে আসছে। ভবিষ্যতেও অভিযোগ বা তথ্য পেলে এরকম অভিযান চালানো হবে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

অবৈধ ভিওআইপি টপ নিউজ বিটিআরসি ভিওআইপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর