নরওয়ের নির্বাচনে জয়ী বামপন্থি জোট
১৪ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪১
নরওয়ের নির্বাচনে লেবার পার্টির নেতৃত্বাধীন বামপন্থি জোট বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এর মধ্য দিয়ে, দেশটিতে আট বছরের কনজারভেটিভ শাসনের অবসান হলো।
এই জয়ের অন্যতম কুশীলব মনে করা হচ্ছে লেবার নেতা জোনাস গার স্টোয়ের। তিনিই দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।
এর আগে, ২০১৩ থেকে নরওয়ের ক্ষমতায় ছিলেন কনজারভেটিভ নেত্রী অ্যারনা সোলব্যর্গের নেতৃত্বাধীন জোট। এই নির্বাচনের ফলাফল দেশটির তেল শিল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে।
এ ব্যাপারে বিজয়ী জোটের নেতা জোনাস বলেন, এই দিনটির জন্য তিনি অপেক্ষায় ছিলেন। জয়ের জন্য তারা কঠোর পরিশ্রম করেছেন।
এদিকে, ১৬৯ সদস্য বিশিষ্ট পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ৮৫ আসনের। সাড়ে ৯৭ শতাংশ ভোট গণনার পর বামপন্থিরা একশ আসনে জয় পেয়েছেন বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
বিজয়ী জোটের পক্ষ থেকে বলা হয়েছে, নরওয়ের মানুষ ন্যায্য সমাজের পক্ষে বার্তা দিয়েছেন। যেখানে বিভেদ থাকবে না।
অন্যদিকে, নরওয়ের নির্বাচনি প্রচারণায় সবচেয়ে গুরুত্ব পেয়েছিল জলবায়ু পরিবর্তন। বামপন্থিরা বলেছিলেন, তেলভিত্তিক অর্থনীতি থেকে ধীরে ধীরে নরওয়েকে সরে আসতে হবে। গ্রিন পার্টি অবিলম্বে তেল খোঁজার কাজ বন্ধ করার দাবি তুলেছিল। কনজারভেটিভরাও পেট্রো পদার্থের ওপর নির্ভরতা কমানোর কথা বলেছিল।
অপরদিকে, পরাজিত কনজারভেটিভ জোট নেতা সোলব্যর্গ বলেছেন, বামপন্থিদের বিজয়ে তিনি অভিনন্দন জানাচ্ছেন।
প্রসঙ্গত, নির্বাচনি প্রচারণায় বামপন্থিরা নিম্ন এবং মধ্যম আয়ের মানুষের ওপর কর কমানো এবং ধনীদের ওপর বেশি কর বসানোর কথা বলেছেন। তারা গ্রামের সমর্থকদের স্বার্থ রক্ষা করার কথাও বলেছেন। এখন দেখার বিষয় সরকার গঠন করে তারা কতটা পরিবর্তন আনতে পারেন।
সারাবাংলা/একেএম