Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি গঠনে দেশে আইন না থাকা অত্যন্ত দুঃখজনক: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৫ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ২২:০৯

গোলাম মোহাম্মদ কাদের, ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও নির্বাচন কমিশন গঠনে দেশে একটি আইন নেই, এটা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, ‘সংবিধানে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশন গঠনে একটি আইন প্রণয়ন করতে হবে। আমরা চাই সংবিধানের আলোকে আইনের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন হবে। যারা দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে। এতে নির্বাচন কমিশন গঠনে স্থায়ী সমাধান হবে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।

প্রতি পাঁচ বছর পর রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন। এতে নানা সমালোচনার সৃষ্টি হয় উল্লেখ করে বিরোধী দলের নেতা বলেন, ‘দলীয় দৃষ্টি থেকে কমিশনার নিয়োগ হলে মানুষের ভোটাধিকার লংঘিত হয়। তাই সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও এ বিষয়ে সিভিল সোসাইটির বিশেষজ্ঞদের সঙ্গে অলোচনা সাপেক্ষে গ্রহণযোগ্য একটি আইন প্রণয়ন জরুরি হয়ে পড়েছে। আবার সংবিধানের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন করার বাধ্যবাধকতা আছে।’

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘আমরা আশা করি আইনের মাধ্যমে সৎ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। যারা নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ এবং উৎসবমুখর করতে পারবে। এতে নির্বাচন কমিশন মানুষকে নির্বাচনের প্রতি আগ্রহী করে তুলতে সক্ষম হবে। তখনই গণতন্ত্রের প্রকৃত স্বাদ পেতে শুরু করবে দেশের মানুষ।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

ইসি আইন ইসি গঠন গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি জি এম কাদের দুঃখজনক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর