Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রতিদিন প্রতিমুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৮ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫২

ফাইল ছবি

ঢাকা: আল্লাহর কাছে সবার সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্ভাগ্য হচ্ছে এই সংসদে একের পর এক সদস্য হারাচ্ছি। এই সংসদে আমরা এতজন সংসদ সদস্য হারালাম এটা সত্যিই খুব দুঃখজনক। এরকম প্রতিদিন প্রতিমুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।’

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সংসদ জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশেষ করে এই করোনাকালে সবাই স্বাস্থ্যসুরক্ষাটা যেন মেনে চলে। যারা টিকা নিয়েছেন তাদের প্রতিও এই অনুরোধ করি। আমাদের দেশের মানুষ এবং প্রবাসী যারা আছেন প্রত্যেকেরই মঙ্গল কামনা করি। আল্লাহ তালার কাছে সবাইকে সুস্থ ও ভাল রাখার কামনা করি।’

সংসদ নেতা বলেন, ‘আজ আমরা আরও একজন সংসদ সদস্যকে হারালাম। তিনি অত্যন্ত বিদুষী ছিলেন। তার মতো শিক্ষা-দীক্ষা ও জ্ঞানসম্মত মানুষ মেয়েদের মধ্যে কমই পাওয়া যায়। এবার যখন সংসদ অধিবেশন শুরু করলাম দুই জন সংসদ সদস্য হারালাম। আবার এবার মুলতবি অধিবেশনের আগে গতকাল খবর পেলাম এই মৃত্যুর খরব। সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরী তার বহুমুখী প্রতিভা নারী সমাজকে প্রেরণা দেবে। সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস যোগাবে।’

মাসুদা এম রশীদ চৌধুরীর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। তিনি বিদেশে পড়ালেখা করেছেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ডিবেটিং ও রোভার স্কাউট সর্বক্ষেত্রে তার বিচরণ ছিল। এমনই গুণসম্পন্ন মানুষ একজন আমাদের ছেড়ে চলে গেলেন। আমি মনে করি এটি সত্যিই আমাদের সমাজের জন্য একটি বিরাট ক্ষতি।’

বিজ্ঞাপন

মাসুদা রশীদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকার প্রধান বলেন, ‘তিনি খুবই মিষ্টিভাষী ও জ্ঞানী মানুষ ছিলেন। বেঁচে থাকলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তিনি আরও অনেক অবদান রাখতে পারতেন।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

প্রতিদিন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসুদা এম রশীদ চৌধুরী শোক প্রস্তাব স্বাস্থ্যবিধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর