Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরে হচ্ছে না জনশুমারির মূল গণনার কাজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২১ ১৩:০৫ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫৯

ঢাকা: অক্টোবরে হচ্ছে না জনশুমারি প্রকল্পের মূল গণনার কাজ। এজন্য ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তারিখ নির্ধারণ ছিল। কিন্তু তথ্যপ্রযুক্তি ভিত্তিক হওয়ায় ট্যাব ক্রয়ে দরপত্র সংক্রান্ত কারণে পিছিয়ে যাচ্ছে এই কাজ। সেইসঙ্গে করোনা মহামারিও অন্যতম একটি কারণ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ‘ওভারঅল আর্কিটেকচার অব ডিজিটাল সেনসাস ২০২১’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও ইউএনএফপিএ এর রিপ্রেজেন্টটেটিভ ড. আশা টরকেলছন।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বিবিএসের মহাপরিচালক তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনশুমারি ও গৃহগণনা প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহমেদ।

পরিকল্পনামন্ত্রী বলেন, জনশুমারি পরিসংখ্যান ব্যুরোর সবচেয়ে বড় কাজ। করোনা মহামারির কারণে যথাসময়ে মূল গণনা কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

তিনি বলেন, আগামীতে হয়তবা এভাবে আর জনশুমারি করতে হবে না। তখন ডিজিটাল পদ্ধতিতে প্রতিনিয়ত তথ্য আপডেট হবে। এই প্রকল্পে মিতব্যয়ী হতে হবে। এক টাকা খরচ করলে যদি হয়, তাহলে সোয়া এক টাকা খরচ করবেন না। আর যদি সোয়া এক টাকা লাগে, তাহলে কম খরচ করবে না।

ড. শামসুল আলম বলেন, যেকোনো পরিকল্পনার জন্য তথ্য দরকার। যেমন কত খাদ্য লাগবে, উৎপাদন কত, অবকাঠামো কত দরকার। এরকম সব তথ্যই পাওয়া যাবে শুমারির মাধ্যমে। তবে তথ্য প্রতিনিয়ত আপডেট হওয়া দরকার।

বিজ্ঞাপন

ইয়ামিন চৌধুরী বলেন, আইনে ডিজিটাল জনশুমারির বাধ্যবাধকতা আছে। ডিজিটাল করলে যেকোনো সময় আপডেট করা যায়। সময়, শ্রম ও কম অর্থ ব্যয় হবে। এছাড়া জবাবদিহিতারও জায়গা থাকে।

সারাবাংলা/জেজে/এএম

জনশুমারি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর