‘শত কোটি টাকার মালিক’ সাবেক কম্পিউটার অপারেটর নুরুল আটক
১৪ সেপ্টেম্বর ২০২১ ১২:৫১ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩৬
ঢাকা: টেকনাফ বন্দরের সাবেক কম্পিউটার অপারেটর ‘শত কোটি টাকার মালিক’ নুরুলকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভোরে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের অলকা নীড়ে তার নিজ বাসা থেকে আটক করা হয়েছে।
এসময় তার কাছে ২১ প্যাকেট ইয়াবা ও বার্মিজ অর্থ পাওয়া যায় বলেও জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, টেকনাফ বন্দরের কম্পিউটার অপারেটর থেকে শত কোটি টাকার মালিক বনে গেছেন নুরুল ইসলাম। তার বাড়ি ভোলায়। তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা আনতেন। প্রায় এক বছর ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
র্যাবের গণমাধ্যম শাখা জানিয়েছে, দালালির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া টেকনাফ বন্দরের সাবেক চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর নুরুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুর থেকে জাল টাকা, বিদেশি মুদ্রা ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত ব্রিফিংয়ে জানানো হবে।
সারাবাংলা/ইউজে/এসএসএ