Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারি নির্দেশনা না মানা শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিং করা হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২১ ২১:০০

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণের কারনে দীর্ঘ দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর খুলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। বিশেষ রুটিনে শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলেও ইংলিশ মাধ্যমসহ বেসরকারি কিংবা ব্যক্তি মালিকানায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠান এখনও বন্ধ রাখার খবর পাওয়া গেছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারের নির্দেশনা মানছে না তাদের মনিটরিং করা হচ্ছে। সারাদেশেই চলছে এই মনিটরিং।

বিজ্ঞাপন

সোমবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় শিক্ষাক্রম নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘সারাদেশে আমরা মনিটরিং করছি। সরকারের নির্দেশনা সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য। কোথাও যদি কেউ সরকারের নির্দেশনা না মানে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক রকম ব্যবস্থা, বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক রকম ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আবার নন এমপিওভুক্তদের জন্য অন্যরকম ব্যবস্থা। যাদের ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘এখানে অনেকগুলো পরিস্থিতি একসঙ্গে এসেছে। শুধু কোভিড-১৯ নয়, এটা ডেঙ্গুর মৌসুম- সেজন্য উভয় দিক চিন্তা করতে হচ্ছে। আমরা পর্যায়ক্রমে সব বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছি। সব বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান থাকবে, সরকারের নির্দেশনা মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করবেন।’

পুরোপুরি পাঠদান কবে, কীভাবে শুরু করা যাবে?- এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন সংক্রমণ কমেছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানই খোলা। এখন পর্যায়ক্রমে ক্লাস চালু হবে। সব ক্লাসই খোলা আছে। আমরা তিন সপ্তাহের জন্য রুটিন দিয়েছি। প্রথম সপ্তাহ শুরু হয়েছে। আরও একটু দেখি। ওদিকে সংক্রমণের হারও কমতে শুরু করেছে। এটা কন্টিনিউ থাকলে চতুর্থ সপ্তাহের রুটিন কেমন হবে- সেটা বোঝা যাবে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর